Tata Nano EV: সাম্প্রতিক সময়ের সাথে তাল মিলিয়ে ভারতীয় গাড়ির বাজারে বৈদ্যুতিক গাড়ির সংখ্যাও বাড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে Tata Motors বৈদ্যুতিক গাড়ির বাজারে গেম চেঞ্জার হতে চলেছে। টাটা মোটরস পক্ষ থেকে জানা যাচ্ছে খুব শীঘ্রই তারা বাজারে Tata Nano EV লঞ্চ করতে চলেছে। এটি একটি বৈদ্যুতিক গাড়ি হবে। টাটা ন্যানো ইভি কবে লঞ্চ হবে এটি এখনও কোম্পানির পক্ষ থেকে জানানো হয় নি। টাটা ন্যানো ইভি লঞ্চ হলে বাজারে কি কি পরিবর্তন আসতে পারে চলুন জেনে নেওয়া যাক?
Table of Contents
Tata Nano EV সংক্ষিপ্ত বিবরণ
টাটা ন্যানো ইভি 2025 সালে একটি বাজার কাঁপানো বৈদ্যুতিক গাড়ি হতে চলেছে। এই গাড়িটি সম্পূর্ণ চার্জ করে আপনি ৩০০ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িটি সর্বোচ্চ চারজন বহন করতে পারবে। এই গাড়িতে ডুয়েল ফ্রন্ট এয়ার ব্যাক এবং এন্টালোক ব্রেকিং সিস্টেম থাকতে দেখা যাবে। Tata Motors গাড়ি হওয়ার কারণে এ সুরক্ষার দিকে বিশেষ করে নজর দেওয়া হয়েছে। এই গাড়িটি একাধিক রঙের এবং দামের সঙ্গে বাজারে লঞ্চ করা হবে।
Tata Nano EV Design
Tata Nano EV ডিজাইন অনেকটা আইকনিক ন্যানোর মতন হতে চলেছে। এখনো পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে সঠিকভাবে কিছু তথ্য না আসার কারণে ধরে নেওয়া হচ্ছে এটি পুরনো ন্যানো গাড়ির থেকে কিছুটা আলাদা হবে। এই গাড়িটি এমনভাবে ডিজাইন করা হবে যাতে যানজট পূণ্য শহরের রাস্তায় খুব সহজেই যাতায়াত করতে পারে। যেহেতু এটি ইলেকট্রনিক গাড়ি হতে চলেছে সেই কারণে এই গাড়িতে আধুনিক ছোঁয়া দেখতে পাওয়া যাবে। LED লাইট থাকবে হেডলাইট এবং টেল লাইটে। এছাড়া এই গাড়ির ভেতরটা প্রেমিয়াম ইন্টেরিয়র্স দেখতে পাওয়া যাবে।
Tata Nano EV Price
এখনো পর্যন্ত এই গাড়ির দাম স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে আশা করা হচ্ছে এই গাড়ির দাম সর্বনিম্ন ২ লক্ষ থেকে সর্বোচ্চ ৩ লক্ষ মধ্যে থাকবে। অফিসিয়ালি ভাবো কোন দাম স্পষ্ট ভাবে প্রকাশ না হওয়ার কারণে, এটি অনুমান করে নেওয়া হচ্ছে।
কবে বাজারে আসবে?
এখনো পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Tata Nano EV অফিসিয়ালি ভাবে লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। এই গাড়ির সম্পর্কে কোন রকম আপডেট পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হবেন।