KTM 390 Adventure 2025: দাম, ডিজাইন এবং ইঞ্জিন ক্যাপাসিটি বিস্তারিত জেনে নিন 

KTM 390 Adventure 2025: এটি হলো একটি শক্তিশালী অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, যা রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে। KTM 390 Adventure বাইকটিতে রাইডারদের একটি আরামদায়ক যাত্রা এবং উন্নত প্রযুক্তির দিকে নজর দিয়ে তৈরি করা হয়েছে। আপনি যদি রাইডিং করতে পছন্দ করেন অথবা দীর্ঘ দুরুত্বে যাত্রা করেন তাহলে এই বাইকটি আপনার জন্য সেরা বাইক হয়ে উঠতে পারে। এই প্রতিবেদনে আমরা এই বাইক সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব।

KTM 390 Adventure 2025

Design and Build Quality

KTM 390 Adventure বাইকটি তার বড় ভাই অর্থাৎ KTM 790 Adventure বাইকে অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে। এর তীক্ষ্ণ বডি ওয়ার্ক, লম্বা স্ট্যান্স এবং মজবুত চ্যাসিস বাইকটিকে একটি স্বতন্ত্র অ্যাডভেঞ্চার বাইকের চেহারা দিয়েছে। ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ উপাদানের যোগ করা হয়েছে সেগুলো হলো:

  • বাইকটি লাইট ওয়েট এবং মজবুত করার জন্য Steel Trellis Frame ব্যবহার করা হয়েছে।
  • এছাড়া Off-roading এবং দূরবর্তী যাত্রা করার জন্য High Ground Clearance  ও long-Travel Suspension লাগানো রয়েছে।
  • এই বাইকে আপনি LED হেডলাইট এবং Large Windshield পেয়ে যাবেন।
KTM 390 Adventure 2025

Engine and Performance

KTM 390 Adventure বাইকে আপনি সিঙ্গেল সিলিন্ডারে 373cc Liquid Cooled Engine পেয়ে যাবেন। যা 43 hp, 9000 rpm এবং 37 Nm Torque  তৈরি করতে সক্ষম হবে। এছাড়া আর কি কি পাবেন নিচে উল্লেখ করা হলো

  • এই বাইকে আপনি Six – Speed Gearbox এর সঙ্গে Slipper Clutch পেয়ে যাবেন। এর Gear Transition  খুব Smooth হবে।
  • এই বাইকে Ride by Wire Throttle সিস্টেম দেখতে পাবেন।
  • আশা করা যাচ্ছে এই  বাইকে Fuel Tank থাকবে 14.5 লিটারের।
  • এটি মাইলেজ দেবে প্রতী লিটারে 25-30 km/l

Technology and Features

কেটিএম এর এই মডেলটি আধুনিক টেকনোলজি এবং ফিচার্স দেখতে পাওয়া যাবে। যার মধ্যে থাকবে TFT Display, বিভিন্ন ধরনের রাইডিং মোড এছাড়া Quickshifter দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে আপনি Bluetooth Connectivity পেয়ে যাবেন।

KTM 390 Adventure 2025,

Comfort And Ergonomics

এই বাইকটি যেহেতু দীর্ঘ দূরত্বে যাত্রা এবং অফলোডিং করার জন্য তৈরি করা হয়েছে সেই কারণে বাইকটিতে আপনি কমপ্যাটেবল সিটিং পজিশন পেয়ে যাবেন. এই বাইকে সিট সাইট থাকবে 855mm. 

KTM 390 Adventure Price 

KTM 390 Adventure 2025 ভারতীয়দের কাছে একটি আকর্ষণীয় বাইক হয়ে উঠতে চলেছে। এর দাম সম্ভবত ৩ লক্ষ ৬০ হাজার হবে। এই গাড়ির লঞ্চের তারিখ এখনো অফিসিয়ালি ভাবে প্রকাশ করা হয়নি. বাইকটির লঞ্চ হওয়ার পর আপনি যেকোন KTM শোরুম থেকে কিনতে পেয়ে যাবেন।

Leave a Comment